skip to main |
skip to sidebar
স্ট্রবেরি সরবেট/strawberry sorbet
উপকরণ :
১ কাপ চিনি,
এক কাপ পানি,
১ কাপ স্ট্রবেরি
পিউরি।
প্রণালি
: প্যানে চিনি ও পানি অল্প আঁচে জ্বাল করে নিতে হবে চিনি গলা পর্যন্ত।
চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। চিনির শিরায় স্ট্রবেরি পিউরি মিলিয়ে
ফ্রিজে রাখতে হবে তিন-চার ঘণ্টা। এরপর বের করে আবার খুব করে বিট করে ফ্রিজ
করতে হবে। খুব ভালোভাবে জমে গেলে হুইপড ক্রিম ও স্ট্রবেরি দিয়ে সাজিয়ে
পরিবেশন।
No comments:
Post a Comment