Pages

মসুর ডালের স্যুপ/mosoor dal er soup recipe in bengali language

Tuesday, December 3, 2013







[চারজনের জন্য]
দুপুরের খাওয়া

খাদ্য উপাদান: প্রোটিন ও কার্বোহাইড্রেট।

উপকরণ-১: মসুর ডাল দেড় কাপ, পানি ৩ কাপ, আদা কুচি ১ চা-চামচ, রসুন কুচি আধা টেবিল-চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল-চামচ, হলুদ গুঁড়া সামান্য, কাঁচা মরিচ ২টি, লবণ ১ চা-চামচ।



প্রণালি: সব উপকরণ একসঙ্গে চুলায় দিতে হবে ডাল সেদ্ধ হলে চুলা বন্ধ করে ডালে আরও ৩ কাপ গরম পানি মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে।
উপকরণ-২: মাখন ২ টেবিল-চামচ, দেশি পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, কাঁচামরিচ কুচি ১ চা-চামচ, রসুন গোল করে কাটা সিকি কাপ, লেবুর রস ২ টেবিল-চামচ, পাউরুটি ৪ টুকরা।

প্রণালি: মাখন বা তেল গরম করে পেঁয়াজ, রসুন ভেজে ডাল বাগার দিয়ে সার্ভিং ডিশে ঢেলে কাঁচা মরিচ, লেবুর রস ও মচমচে পাউরুটির ছোট টুকরা দিয়ে পরিবেশন করতে হবে।

No comments:

Post a Comment

AddThis

 

Blogroll

Most Reading